জঙ্গিবাদ কাজে লাগিয়ে সরকার দেশ লুণ্ঠন করছে : নোমান
সরকার জঙ্গিবাদকে কাজে লাগিয়ে দেশকে লুণ্ঠন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখা আয়োজিত এক সভায় আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
একই দিন জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও নামে একটি সংগঠনের আরেকটি সভায় দলের আরেক ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, আওয়ামী লীগের মধ্যেই রয়েছে জঙ্গিবাদ।
নোমান সরকারকে উদ্দেশ করে বলেন, ‘জঙ্গিবাদকে কাজে লাগিয়ে তারা এখন বাংলাদেশকে লুণ্ঠন করছে। আমাদের এখন কথা বলার সুযোগ নেই। কথা বললেই কেউ জঙ্গি হয়ে যাচ্ছে। জাতিকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস খালেদা জিয়া নিয়েছেন, তাতে এই সরকারের প্রাথমিক কাজ ছিল তাঁকে অভিনন্দন জানানো।’
আবদুল্লাহ আল নোমান আরো বলেন, ভারতকে খুশি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মধ্য দিয়ে দেশ ধ্বংস করছে সরকার।
এ সরকারই দেশে জঙ্গি শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেন শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘জঙ্গি আপনার দলের মধ্যে আছে, আপনার পার্টির মধ্যে আছে। জঙ্গি আপনার দলে কে আছে, আমি নাম বলে দেব? কারা এবং কে? শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে খতম করার জন্য গণবাহিনী তৈরি করেছিল কে? তোমরা জঙ্গি শাসন আনিয়েছ। তোমাদের ঘরে জঙ্গি আছে।’