রানা প্লাজার সামনে পোশাকশ্রমিকদের প্রতিবাদ সমাবেশ
আগামী ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসের দুই বছর পূর্তি। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ধসে পড়া ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
প্রতিবাদ সমাবেশে শ্রমিকরা অবিলম্বে রানা প্লাজা ধসের ঘটনায় সংশ্লিষ্টদের ফাঁসির দাবি জানান সরকারের কাছে। পাশাপাশি সমতাভিত্তিক ক্ষতিপূরণসহ নিখোঁজ শ্রমিকদের স্বজনদের ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা। তা না হলে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত নয়তলা রানা প্লাজার ভবন ধসে নিহত হন এক হাজার ১৩৭ শ্রমিক। এ ঘটনায় প্রায় আড়াই হাজার জনকে জীবিত উদ্ধার করা হয়। হতাহতদের অধিকাংশই ছিলেন পোশাকশ্রমিক।
এ ঘটনায় অবহেলায় মৃত্যু ঘটানোর অভিযোগ ও ইমারত নির্মাণ আইনে দুটি মামলা করা হয়। মামলায় ভবনের মালিক সোহেল রানাসহ এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল দুই মামলারই আসামি। ২১ জনের মধ্যে উচ্চ আদালতের জামিনে বের হয়ে এসেছেন আটজন।