নির্বাচন কমিশনের প্রতি আর কারো আস্থা নেই : তাবিথ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক।
আজ মঙ্গলবার সকালে মিরপুরে স্ত্রী ও কর্মী-সমর্থকদের নিয়ে নগরীর পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল।তিনি সাংবাদিকদের বলেন, ‘যেখানে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াও নিরাপদভাবে বা স্বাধীনভাবে ঢাকা শহরে ঘুরতে পারেন না, বা উনার নিজস্ব প্রচার করতে পারেন না, সেখানে প্রশ্ন জাগে কী ধরনের নিরাপত্তা আছে আমাদের এ শহরে। বারে বারে প্রমাণিত হচ্ছে এ সরকারের অধীনে কোনো জনগণই নিরাপদে বাস করতে পারবে না, কোনো জনগণই শান্তিতে বাস করতে পারবে না। বিনয়ের সঙ্গে বলছি, নির্বাচন কমিশনের প্রতি আর কারো আস্থা নেই। যেখানেই যাচ্ছি জনগণ আমাকে প্রশ্ন করছেন যে উনারা ভোট দিতে পারবেন কি না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। সকালে কালাচাঁদপুর এলাকায় নির্বাচনী প্রচারেরর সময় সাংবাদিকদের এ কথা জানান আনিসুল হক। তিনি বলেন,‘স্পষ্ট করে বলতে চাই- হামলা যিনিই করুন, তিনি ভালো কাজ করেননি। আমি এ ঘটনাকে সমর্থন করি না। এর তদন্ত হওয়া উচিত। তদন্তের পর যদি অভিযোগ করা হয় তখন স্পেসিফিক বলা যাবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই ঘটা উচিত নয়।’
এ ছাড়া আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আনিসুল হক বলেন, ‘এ ধরনের ঘটনার মাধ্যমে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করা হচ্ছে, অস্থিতিশীল করা হচ্ছে। এর ফলে আমরা যাঁরা নির্বাচনী মাঠে আছি, নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করি, জনগণের মতামতে বিশ্বাস করি, তাঁরাই ক্ষতিগ্রস্ত হবো। সুবিধা নেবে নির্বাচন ও জনগণবিরোধী অপশক্তি।
এদিকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন। সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার হাত নিরাপরাধ ঢাকাবাসীর রক্তে রঞ্জিত। তাঁর পরিবারের সদস্যরা যদি কারো ওপর সংক্ষুব্ধ হন, বিক্ষুব্ধ হন তবে সেটা তাঁর পরিবারের সদস্য ও বেগম জিয়ার ব্যাপার । তবে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন দেখতে চাই।’
বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে হামলার প্রতিবাদ ও এ ঘটনার নিন্দা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি আজ লালবাগ এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন।
গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরের ওপর হামলা করা হয়। এ সময় খালেদা জিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে জনসংযোগ করছিলেন।