আজও নির্বাচনী প্রচারে নেমেছেন খালেদা জিয়া
আজও নির্বাচনী জনসংযোগে নেমেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল ৫টার দিকে তিনি চতুর্থ দিনের মতো প্রচারণা শুরু করেন।
এখন খালেদা জিয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে রাজধানীর খিলগাঁওয়ের শাহজাহানপুরে জনসংযোগ করছেন।
নির্বাচনী প্রচারে আজ খালেদা জিয়ার গাড়ি বহরে ১২টি গাড়ি দেখা গেছে। সাথে রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় রাজধানীর কারওয়ানবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়। হামলার মুখে ঘটনাস্থল ত্যাগ করেন খালেদা জিয়া। এ ঘটনায় বহরের সাত-আটটি গাড়িসহ ভাঙচুর করা হয় আশপাশের বেশ কয়েকটি গাড়ি।