১১ মামলায় সাক্ষ্য গ্রহণ ২৪ অক্টোবর
হলমার্কের বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির ১১ মামলায় সাক্ষ্য গ্রহণের কার্যক্রম পিছিয়েছে। আগামী ২৪ অক্টোবর এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার ঢাকার এক নম্বর বিশেষ জজ মো. আতাউর রহমানের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতে কোনো সাক্ষী না আসায় দুদকের পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
এ মামলায় কারাগারে আটক রয়েছেন হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তানভীরের ভায়রা ও গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান, দুই উপমহাব্যবস্থাপক শেখ আলতাফ হোসেন ও মো. সফিজউদ্দিন আহমেদ।
অন্যদিকে জামিনে আছেন তানভীরের স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আতিকুর রহমান।
এ ছাড়া কারাগারে মারা গেছেন সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান। অপরদিকে মামলার অপর ১৭ আসামি পলাতক রয়েছেন।
নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় দুদকের সিনিয়র উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীসহ দুদকের ছয় কর্মকর্তা ১১টি মামলা করেন।
গত ২৭ মার্চ নয়টি মামলায় এবং ১৭ ফেব্রুয়ারি দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।