জঙ্গিদের সহযোগিতা করবেন না, আইনজীবীদের প্রতি আইনমন্ত্রী
জঙ্গি হামলা মামলার আসামিদের সহযোগিতা না করতে জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছি কতিপয় ষড়যন্ত্রকারী। সেই ষড়যন্ত্র এখনো চলছে। বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ১৯৭৫ সালের হত্যাকাণ্ডে জড়িতরাই ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি হামলা ঘটাচ্ছে। সেই মদদদাতাদের নজরদারিতে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন।