আইনশৃঙ্খলা বাহিনীর মদদে গাড়িতে হামলা : বিএনপি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে খালেদা জিয়ার গাড়িতে হামলা করা হচ্ছে।’
আজ বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব হোসেন এ কথা বলেন।
বিকেলে সিটি করপোরেশনের নির্বাচনী জনসংযোগে বের হলে বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িতে হামলা করে ছাত্রলীগ। পরে কোনো জনসংযোগ না করেই সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ে চলে যান খালেদা জিয়া। সেখানে গিয়ে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের জরুরি তলব করেন। চেয়ারপারসনের সঙ্গে বৈঠকশেষে এ সন্ধ্যায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকার কি একদলীয় শাসন কায়েম করতে চায়? তাহলে ঘোষণা দিক।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আর কত আপনারা ঘরে বসে থাকবেন?’
এ সময় খন্দকার মাহবুবের সঙ্গে উপস্থিত ছিল দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, হান্নান শাহ, আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ প্রমুখ।
সংবাদ সম্মেলনের পর আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসায় যাচ্ছেন।