বিজয় সুনিশ্চিত জেনেই সেনা মোতায়েনে টালবাহানা : তাবিথ
বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয় সুনিশ্চিত জেনেই সেনা মোতায়েন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
urgentPhoto
আজ বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা লিংক রোড থেকে নির্বাচনী প্রচার শুরু করে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এ সময় গতকাল বুধবার ঢাকার বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার নিন্দা জানান তিনি।
তাবিথ আউয়াল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার ওপরে তো হামলা চলমান রয়েছে তিন মাস ধরে। কখনো উনাকে বন্দী করে রাখে, কখনো বালুর ট্রাক আনে, কখনো পিপার স্প্রে ব্যবহার করা হয়। আর এখন পরিকল্পিতভাবে উনি যেখানে যেখানে যাচ্ছেন, উনাকে হামলা করা হচ্ছে। আমাদের বিজয় সুনিশ্চিত, এটা জেনেশুনে নানা রকম টালবাহানা-তামাশা করা হচ্ছে। প্রকাশ্যে নির্বাচন কমিশন বলতে চাইছে সবাইকে যে উনাদের নিজেদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। উনারা একতরফা দলীয় একটা ইলেকশন করতে চাইছেন।’