খালেদা জিয়ার গাড়িতে হামলায় পাল্টাপাল্টি মামলা
রাজধানীর বাংলামোটরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িতে হামলার ঘটনায় পাল্টা-পাল্টি দুটি মামলা করেছে বিএনপি ও আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার সকালে রমনা থানায় মামলা দুটি রেকর্ড করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির পক্ষ থেকে মামলাটি করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল কাইয়ুম। মামলায় তিনি আসামি করেছেন অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে।
অন্যদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটি করেছেন ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বাবু হাসান। তিনি ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করেছেন।
গতকাল বুধবার বিকেলে খালেদা জিয়ার গাড়িতে হামলা চালান ছাত্রলীগের সদস্যরা। এ সময় তিনি গাড়িতেই ছিলেন। এদিন পঞ্চম দিনের মতো বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের জন্য গণসংযোগে বের হয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান রুবেল, মামুন আহমেদসহ একদল নেতা-কর্মী লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলায় অংশ নেন।
তবে মশিউর রহমান রুবেল হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘খালেদা জিয়ার সিএসএফের গাড়ি এবং যুবদল, ছাত্রদলের মোটরসাইকেল আমাদের ওপর দিয়ে উঠিয়ে দেওয়া হয়। এতে চার ছাত্রলীগকর্মী আহত হয়।