মনজুরের ৫৪ দফার ইশতেহার ঘোষণা
চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত নগর, ফরমালিনমুক্ত খাবার ও উন্নত চট্টগ্রাম গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে ৫৪ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জোয়ারের পানি ব্যবস্থাপনা ও জলাবদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তোলার কথা জানান বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহামুদ চৌধুরী, মীর মো. নাছিরউদ্দিন ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম।
এর আগে সকালে নগরীর পাঁচলাইশ ও অক্সিজেন এলাকায় গণসংযোগ করেন উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলম। এ সময় তিনি করপোরেশনকে সন্ত্রাস, দলীয় প্রভাবমুক্ত ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁকে আবার জয়ী করার আহ্বান জানান।
মনজুর আলম বলেন, ‘পাঁচলাইশ অনুন্নত এলাকা ছিল। আমি অনেক চেষ্টা করেছি, সেখানে অনেক কাজ হয়েছে। আরো অনেক কাজ বাকি আছে। এগুলো দেখার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করি, যেসব কাজ বের হয়েছে সেগুলো শেষ করার জন্য আমাকে আরেকবার সুযোগ দিন। ভোটকেন্দ্র গিয়ে মা-বোনদের নিয়ে ভোট দেবেন। এ পর্যন্ত আপনারা যা করেছেন, মাশাল্লাহ। এখন ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করবেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় আছেন।’
এ সময় এলডিপির চেয়ারম্যান অলি আহমদ তাঁর সাথে ছিলেন।