চট্টগ্রামে জাতীয় শোক দিবসে বিশাল মানবপ্রাচীর
যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার সকালে নগরীতে ৪০ কিলোমিটার সড়কজুড়ে মানবপ্রাচীর কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় কর্ণফুলী সেতু এলাকা থেকে কালুরঘাট পর্যন্ত মানবপ্রাচীরে অংশ নেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রীসহ নগরীর বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।
অপর দিকে সকালে নগরীর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় শোক মিছিল। এটি নগরীর কয়েকটি সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শাহাদাতবার্ষিকী পালিত হয়।