মেহেরপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি শোক র্যালি বের করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, সিভিল সার্জন ডা. আবদুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ উপস্থিত ছিলেন।
পরে সেখানে বিশেষ মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আখতার বানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ।
এর আগে রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৪১টি মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করে জেলা যুবলীগ।