ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়ে ফরিদপুর অম্বিকা ময়দান চত্বরে এসে শেষ হয়।
সেখানে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।
এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে বঙ্গবন্ধুসহ সব শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে শোক দিবস উপলক্ষে জেলার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, রক্তদান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জায়গায় জায়গায় দরিদ্র ভোজের আয়োজন করা হয়।