শেরপুরে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত
জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে সারা দেশের সঙ্গে আজ সোমবার সকালে শেরপুরে শুরু হয় জাতীয় শোক দিবসের কর্মসূচি।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর একটি শোকর্যালি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা শেষে সভার প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক জেলা প্রশাসনের আয়োজনে শোক দিবস উপলক্ষে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এদিকে শেরপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।