মাগুরায় জাতীয় শোক দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে শোক র্যালি বের হয়। এটি শহর প্রদক্ষিণ করে নোমানী ময়দানে শহীদ স্মৃতি স্তম্ভে যায়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহাব, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান, পুলিশ সুপার এহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।