সাতক্ষীরায় জাতীয় শোক দিবস পালন
দিনভর বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, শোকর্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হলো বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
আজ সোমবার সকালে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোকর্যালি বের করা হয়। পরে শিল্পকলা একাডেমিতে চিরঞ্জীব বঙ্গবন্ধু প্রামাণ্যচিত্র, নিবেদিত কবিতা পাঠ, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে আরো অংশ নেন জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অধ্যাপক আবু আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আবু সাঈদ প্রমুখ। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ এবং রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন শোক দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি হাতে নেয়।