নানা আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় শোক দিবস পালিত
নারায়ণগঞ্জের পাঁচ উপজেলায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আজ সোমবার সকাল ১০টায় রূপগঞ্জ উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর কয়েকটি জায়গায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরীর দুই নম্বর গেট জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসক চাষাঢ়া বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।