কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোক র্যালি বের করে। এ ছাড়া নানা কর্মসূচি পালন করে।
সকাল ৯টায় শহরের মজমপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম। পুষ্পস্তবক অর্পণ শেষে শহরে একটি শোক র্যালি বের করা হয়।