ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত
ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে র্যালি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও জেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। পরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা ও দায়রা জজ রমণী রঞ্জন চাকমা ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।
সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। জেলা ও দায়রা জজ রমণী রঞ্জন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু শামীম আজাদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক শহীদুর রহমান বাচ্চু, আইনজীবী তপন কুমার রায়, এম আলম খান কামাল, মোস্তাফিজুর রহমান মনু, আবদুল জলিল, সাংবাদিক মানিক রায়, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা সেলিম হোসেন ও মুখ্য বিচারিক হাকিম আদালতের প্রশাসনিক কর্মকর্তা নিত্যনন্দ রায়।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।