ঝিনাইদহে জাতীয় শোক দিবস পালিত
ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবদুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সকাল ৯টার দিকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জেলা শহরে এক শোকর্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পৃথকভাবে সকাল ১০টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মো. নবাবুর রহমানের নেতৃত্বে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোক র্যালি বের করা হয়। তারা স্থানীয় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রেরণা চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমানসহ অনেকে।
পরে আদালত প্রাঙ্গণে জেলা ও দায়রা জজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, শিশু একাডেমি, মহিলাবিষয়ক অধিদপ্তর আলাদা আলাদা কর্মসূচি পালন করে। পাড়ামহল্লা ও উপজেলাসহ সর্বত্র আলোচনা সভা, দোয়া মাহফিল, গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে। সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।