হবিগঞ্জে জাতীয় শোক দিবস পালন
হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা জজশিপ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ। সভায় বক্তৃতা করেন অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীন, মুখ্য বিচারিক হাকিম এস এম হুমায়ুন কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মোছাব্বির, সাধারণ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জমসেদ ভূইয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী, স্পেশাল পিপি অ্যাডভোকেট মাসুম মোল্লাসহ জজশিপের বিচারকরা।
অপরদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন আলোচনা সভা, র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে।