প্রার্থীর বাড়ি থেকে ১৭ জনকে আটকের অভিযোগ বিএনপির
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর পদপ্রার্থীর বাড়ি থেকে ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে বলে নেতারা জানিয়েছেন। তবে পুলিশ আটজনকে আটক করার কথা স্বীকার করেছে।
বিএনপির বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, পুলিশ গতকাল রাত ৯টার দিকে তেজগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ারুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম নাসিরুদ্দিনসহ ১৭ জনকে আটক করেছে। বিবৃতিতে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে।
কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ারুজ্জামান বলেন, শেরেবাংলা নগর পুলিশের একটি দল তাঁর বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপির এই নেতাকর্মীদের আটক করে। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাঁর স্ত্রীকে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে বলেছে। অন্যথায় এই এলাকা থেকে বিএনপির আরো নেতাকর্মীকে আটক করা হবে বলে শাসিয়েছে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেন, ‘নাশকতার আশঙ্কায় আনোয়ারের নির্বাচনী কার্যালয় থেকে আমরা আট বিএনপি নেতাকর্মীকে আটক করেছি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’