গাজীপুরের বরখাস্তকৃত মেয়রের জামিন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র এম এ মান্নানকে তিন মাসের জামিনের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে মেয়র মান্নানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আর দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
এম এ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালনকালে খরচের হিসেবে ৯০ লাখ টাকার গরমিল পাওয়া গেছে বলে মামলার অভিযোগে বর্ণনা করা হয়েছে।
এ ঘটনায় গত ১৩ জুন জয়দেবপুর থানায় দুদকের উপপরিচালক শামছুল আলম একটি মামলা করেন। এরপর এ মামলায় ১৯ জুন মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ ২৯টি মামলা রয়েছে।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন জানান, দুদকের মামলায় এম এ মান্নানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্য মামলাগুলোতেও তিনি জামিনে আছেন। এতে তাঁর মুক্তিতে আর বাধা নেই।