বাড্ডায় জামায়াত-শিবির সন্দেহে আটক ১৮
রাজধানীর বাড্ডা থানা এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের নাম জানা যায়নি। তাঁরা জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী বলে দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এনটিভি অনলাইনকে বলেন, মেরুল বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্টে অবস্থিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছে বলে পুলিশ খবর পায়। সেই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে জামায়াত-শিবির সন্দেহে ১৮ জনকে আটক করা হয়।