পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিএনপির ‘সন্দেহ’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে একটি বেসরকারি সংস্থার এক হাজার সদস্যকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়ায় আপত্তি জানিয়েছে বিএনপি। ‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (মওসুস)’-এর পর্যবেক্ষক সদস্য নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি।
আজ রোববার বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত চিঠিটি প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে পৌঁছে দেন বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন। চিঠির বিষয় সম্পর্কে সাংবাদিকদের আসাদুল বলেন, ‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা নামে ওই সংস্থার এক হাজার সদস্যকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে পর্যবেক্ষণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ওই সংস্থার পাঁচশো সদস্য ঢাকা উত্তরে এবং পাঁচশো সদস্য ঢাকা দক্ষিণে পর্যবেক্ষণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। যা বেশ সন্দেহজনক। এরা নির্বাচন পর্যবেক্ষণ করবে না অন্যকিছু করবে তা নিয়ে সন্দেহ আছে।’
আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লেখা রিটার্নিং কর্মকর্তার চিঠির প্রসঙ্গে আসাদুল সাংবাদিকদের বলেন, ‘উত্তর লেখা হয়ে গেছে। আগামীকাল দেওয়া হবে।’