লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কমিশন ব্যর্থ : হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করে বলেছেন, ২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান ক্ষেত্র) তৈরিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের বাসায় এক সংবাদ সম্মেলনে হান্নান শাহ এ অভিযোগ করেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে বিভিন্ন দল সমর্থিত প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে। আবার তাঁদের বাসায় তল্লাশি চালিয়ে অযথা হয়রানি করা হচ্ছে।
হান্নান শাহ বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হলে এবং জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।