দীপন হত্যা : পুরস্কারঘোষিত জঙ্গি গ্রেপ্তার
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় পুরস্কারঘোষিত জঙ্গি শামীম ওরফে সিফাত ওরফে সমীর ওরফে ইমরানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
ইউসুফ আলী জানান, গতকাল মঙ্গলবার রাতে টঙ্গীর চেরাগ আলী থেকে শামীম ওরফে সিফাত ওরফে সমীরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কি না, জানতে চাইলে ইউসুফ আলী বলেন, আজ বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি।
গত বছরের ৩১ অক্টোবর দুপুরে রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
দীপন হত্যার কয়েক ঘণ্টার মধ্যে দুর্বৃত্তরা লালমাটিয়ায় নিজ কার্যালয়ে কুপিয়ে ও গুলি করে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে আহত করে। এ দুটি প্রকাশনী থেকেই প্রয়াত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল। আনসারুল্লাহ বাংলা টিম ব্লগার ও প্রকাশকদের হত্যার দায় স্বীকার করে।