মন্দিরের তত্ত্বাবধায়ককে কুপিয়ে জখম, আটক ২
নরসিংদী সদর উপজেলার রঘুনাথপুরে মন্দিরের তত্ত্বাবধায়ক চিত্তরঞ্জন আঢ্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের রঘুনাথপুর শ্রীশ্রী কালীমন্দিরের পাশে নিজের মুদি দোকানে চিত্তরঞ্জন আঢ্যকে জখম করা হয়। চিত্তরঞ্জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আটক দুজন হলেন ফিরোজ ও হাবিব। তাঁরা চিত্তরঞ্জনের প্রতিবেশী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রঘুনাথপুরে মোটরসাইকেলে করে তিন যুবক আসে। তাদের মধ্যে দুই যুবক মুখোশ পরে মহাসড়কের পাশে চিত্তরঞ্জনের দোকানে যায়। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো চাপাতি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ওই সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত চিত্তরঞ্জনকে প্রথমে পাঁচদোনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পাঁচদোনা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন হোসাইন জানিয়েছেন, হামলাকারীদের চাপাতির আঘাতে চিত্তরঞ্জনের মাথা, ঘাড় ও পেটে জখম হয়েছে। এটি সাম্প্রতিককালে দেশব্যাপী সংঘটিত ঘটনার অংশ কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এএসআই মহসিন হোসাইন জানান, চিত্তরঞ্জনকে কুপিয়ে জখম করার ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।