ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে আসছেন জন কেরি
দুই দেশের সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনের সফরে ২৯ আগস্ট ঢাকা আসছেন। আজ বুধবার সকালে এক সেমিনার শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান।
‘বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ ও নীতিগত উপায়’ শীর্ষক ওই সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ (বিস)।
দুর্নীতি, মৌলবাদ ও সহিংসতাই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে বিশ্বব্যাপী প্রধান বাধা বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ সব বাধা থেকে বাংলাদেশও মুক্ত নয়। সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের উপযোগী করে এরই মধ্যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা করেছে। এ লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনার জন্য আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।
মাহমুদ আলী আরো জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করা হবে।
ঢাকায় জন কেরির এটাই প্রথম সফর। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ঢাকায় আসেন হিলারি ক্লিনটন।