কালিয়াকৈরে কারখানায় আগুন, দগ্ধ ৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মেসার্স আগামী ওয়াশিং লিমিটেড নামে একটি কারখানায় আজ সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। এ ঘটনায় দগ্ধ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
urgentPhoto
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, সকাল সোয়া ৬টায় দিকে পাশের লাকড়ির চুলা থেকে আগামী ওয়াশিং লিমিটেড কারখানার গ্যাসের কম্প্রেসর কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাশের ইন্টারস্টপ অ্যাপারেলস কারখানার কর্মী হারুন অর রশিদ জানান, আগে ওই কারখানার নাম ছিল অ্যাপেক্স টেরি টাওয়েল লিমিটেড। বর্তমানে কারখানাটির নাম মেসার্স আগামী ওয়াশিং লিমিটেড। কারখানাটি বর্তমানে বন্ধ রয়েছে। সেখানে নির্মাণকাজ চলছে। সকালে আগুনে দুলাল (২৫), আওয়াল (৩০), রেহানাসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।