ছাত্রলীগ নেতা আসাদের নির্বাচন বর্জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচন বর্জন করেছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহসভাপতি এইচ এম জিসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, উপ-ক্রীড়া সম্পাদক গোলাম বাকী চৌধুরীসহ অন্যরা।
আসাদুজ্জামান আসাদ বলেন, ‘গতকাল (রোববার) রাত ১২টা পর্যন্ত আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়েছিলাম। আশা করেছিলাম, তিনি হয়তো বা আমাকে সমর্থন না দিলেও এই ওয়ার্ড আমার জন্য উন্মুক্ত করে দেবেন। যেহেতু আমার প্রতি তাঁর কাছ থেকে কোনো নির্দেশ আসেনি, তাই আমি নির্বাচন বয়কট (বর্জন) করলাম।’
আসাদ আরো বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে আমি অনেক ভালোবাসি। তার থেকে বেশি ভালোবাসি মমতাময়ী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাই তাঁর কাছ থেকে কোনো নির্দেশ না পাওয়ায় আমি স্বেচ্ছায় নির্বাচন বয়কট করলাম।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মজীবী জনতার বিশাল একটা সমর্থন রয়েছে দাবি করে আসাদ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মজীবী-ছাত্রদের দিকে তাকিয়েই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলাম। আমি তাঁদের দ্বারে দ্বারে গিয়ে যে ভালোবাসা পেয়েছি, তা কখনো শোধ করতে পারব না।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অ্যাডভোকেট এম এ হামিদ খানকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।