নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চাইল আইনজীবী সমিতি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের কাছে ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশেন নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চাইল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে বার কাউন্সিলের সাত সদস্যের একটি প্রতিনিধিদল এ-সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলামের কাছে পৌঁছে দেয়।
প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বার কাউন্সিলের ১০১ জন সদস্যকে নির্বাচন পযর্বেক্ষণ করার অনুমতি চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে।
মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, ‘এ বিষয়ে সচিবের সঙ্গে কথা বলা হলে তিনি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে পারবেন বলে জানিয়েছেন। আশা করছি, আজ বিকেল ৫টার মধ্যেই নির্বাচন কমিশন এ বিষয়ে আমাদের জানাবেন।’
আরো আগে না এসে শেষ সময়ে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সময় কোনো বিষয় না, কমিশন যদি ইচ্ছা করেন, তবে যেকোনো সময় দিতে পারেন। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাই।’
মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বলেন, কমিশন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল, আবার সহস্র নাগরিক কমিটি দেখা করার পর আরেক ধরনের সিদ্ধান্ত নিল। যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তবে পাঁচ মিনিটের মধ্যে ক্যান্টনমেন্ট থেকে এসে সেনাবাহিনীর পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।