এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ আফরোজা আব্বাসের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাঁদের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে। আজ মঙ্গলবার সকালে ফকিরাপুল বাজারে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।urgentPhoto
আফরোজা আব্বাস বলেন, কমরগলি প্রাইমারি স্কুল কেন্দ্রে তাঁদের এজেন্টদের ওপর ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালায় এবং কেন্দ্রে ঢুকতে বাধা দেয়। ধানমণ্ডি ও কলাবাগান বাসস্ট্যান্ড, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মুক্তা একাডেমি এলাকাসহ অনেক কেন্দ্রে তাঁদের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তিনি লুতফা একাডেমি কেন্দ্রে তাঁদের এজেন্টদের গ্রেপ্তারের অভিযোগও করেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আফরোজা আব্বাস ভোটারদের প্রতি স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার পাশাপাশি গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এর পর তিনি কমরগলি প্রাইমারি স্কুল কেন্দ্রে ঢোকেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ ব্যাপারে অভিযোগ করেন।