দক্ষিণ এশিয়ায় আইএসের কর্মী সক্রিয় আছে : জন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে, বিশ্বের যে আটটি অঞ্চলে জঙ্গি সংগঠন আইএসের কার্যক্রম পরিচালিত হচ্ছে, এর মধ্যে দক্ষিণ এশিয়াও আছে। আমরা আমাদের আলোচনায় আগেও পরিষ্কার করেছি যে, আইএসের কিছু কর্মী এখানে সক্রিয় আছে।’
আজ সোমবার ধানমণ্ডির মাইডাস সেন্টারে এডওয়ার্ড এম কেনেডির নামে স্থাপিত সেন্টার পরিদর্শন শেষে আয়োজিত সভায় এ কথা বলেন জন কেরি।
জন কেরি বলেন, ‘ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে গত জুলাই মাসে প্রথম দিন যে হামলার ঘটনা ঘটে, তা পরিষ্কারভাবেই পরিকল্পিত হামলা ছিল। যার উদ্দেশ্যই ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। চেষ্টা ছিল বহির্বিশ্বের বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটানোর। গত কয়েক বছর ধরে বাংলাদেশে যে ডজনখানেক হামলার ঘটনা ঘটেছে সেগুলো ছিল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, বিদেশি নাগরিক, ব্লগার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর। আর এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে আছে।’
জন কেরি বলেন, কমিউনিটি পুলিশিংসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষার সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা সন্ত্রাস দমনে পারস্পরিক সহযোগিতারই অংশ।
মার্কিন পরারাষ্ট্রমন্ত্রী জানান, তরুণ সমাজকে সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে বিরত রাখতে শিক্ষা, কর্মসংস্থান ও সুশাসন নিশ্চিত করা খুবই প্রয়োজন।