যেকোনো মূল্যে জয় আদৌ জয় নয় : বার্নিকাট
বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণায় হতাশা প্রকাশ করে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, যেকোনো মূল্যে জয় আদৌ কোনো জয় নয়।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাষ্ট্রদূত বার্নিকাট তাঁর টুইটার বার্তায় এসব মন্তব্য করেন।তিনি বলেন,‘বাংলাদেশে সিটি নির্বাচন থেকে বিএনপি সরে যাচ্ছে, এটা হতাশাজনক।' (Disappointed that BNP is pulling out of all three #CityPolls in #Bangladesh.)
urgentPhoto
এরপর আরেকটি টুইটকরেন বার্নিকাট। এতে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে জয় আদৌ কোনো জয় নয়।’ (Winning at any cost is no victory at all. #CityPolls #Bangladesh)
এর আগে বিভিন্ন ভোটকেন্দ্র দখল ও বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধার অভিযোগ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বার্নিকাট। বেলা ১১টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি এ উদ্বেগ জানান। তিনি বলেন, ‘বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্ট না থাকার অভিযোগ নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত। অবিলম্বে এসব কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশের ব্যবস্থা করা উচিত।’
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। তাঁদের অভিযোগ, ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া বা প্রবেশে বাধা দেওয়া, ভোট কারচুপি, জালিয়াতি করেছে আওয়ামী লীগ সমর্থকরা।