ট্রেনের পর্যাপ্ত টিকেট আছে : রেলমন্ত্রী
ঈদুল আজহা উপলক্ষ্যে বাড়ি ফেরা মানুষের জন্য ট্রেনের পর্যাপ্ত টিকেট রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
আজ মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকেট বিক্রি পর্যবেক্ষণ করার সময় সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন রেলমন্ত্রী।
মুজিবুল হক বলেছেন, ‘পর্যাপ্ত পরিমাণের যাত্রী আছে এবং আমাদের সেই পরিমাণে টিকেটও আছে। আশা করি, যাত্রীরা সবাই টিকেট পাবে এবং তারা সবাই নিরাপদে গন্তব্যস্থলে গিয়ে আসন্ন ঈদুল আজহার উৎসব উদযাপন করতে পারবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা প্রতিদিন এই কমলাপুর স্টেশন থেকে প্রায় ৫০ হাজার টিকেট বিক্রি করে যাচ্ছি। প্রতিদিন সমগ্র বাংলাদেশে দুই লাখ ৬০ হাজার যাত্রীর আসা-যাওয়া করার সুযোগ করে দিয়েছি। এ বছর ঈদ যাত্রায় রেলের বহরে যোগ হয়েছে নতুন কয়েকটি ট্রেন।’ তাই মানুষের ঈদযাত্রা শতভাগ নির্বিঘ্ন হওয়ার আশা মুজিবুল হকের। আর টিকেট কালোবাজারি ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, ঈদে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে আজ দেওয়া হয়েছে ৮ সেপ্টেম্বরের টিকেট। আর আগামীকাল দেওয়া হবে ৯ সেপ্টেম্বরের টিকেট।
কাঙ্ক্ষিত টিকেট পেতে গতকাল সোমবার সন্ধ্যা থেকে লাইনে দাঁড়ান টিকেট প্রত্যাশীরা। আজ সকাল ৮টা থেকে শুরু হয় টিকেট বিক্রি। রেলওয়ে কর্মকর্তারা ঘরমুখো মানুষের মধ্যে শতভাগ টিকেট বিক্রির নিশ্চয়তা দিলেও টিকেট প্রত্যাশীদের অনেকের শংকা রয়েছে।