‘আমার সঙ্গে এভাবে কেউ কথা বলেনি’
‘এত বছর শিক্ষকতা করেছি। আমার সঙ্গে এভাবে কেউ কথা বলেনি।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে লাঞ্ছিত হওয়ার পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ।
urgentPhoto
এমাজউদ্দীন আহমদ বলেন, ‘সকালে ঢাকা কলেজে ভোট দিতে যাই আমি। আমার সঙ্গে আমার ছেলে ও নাতনি ছিল। কেন্দ্রে প্রবেশের পরই এক পুলিশ কর্মকর্তা দৌড়ে আমার কাছে আসে। সে আমাকে সালাম করে এবং আমার খোঁজ খবর নেয়। হয়তো আমার ছাত্র ছিল। পরে সে আমাকে ভোট দিতে সাহায্য করে। ভোট দিয়ে আমরা বের হয়ে যাই।’
এ সময় সাবেক এ উপাচার্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘কেন্দ্র থেকে বের হয়ে আসার পর কয়েকজন ছাত্র এসে আমাকে ধরল। তারা আমাকে বলল, মানুষ পুড়িয়ে মেরেছেন, এখন ভোট দিতে এসেছেন, লজ্জা করে না? কোনোদিন আমার সামনে কেউ এভাবে কথা বলেনি। ওদের কথা শুনে মনে হলো-এতদিনের শিক্ষাদান ব্যর্থ হয়েছে। তারা আমার গাড়িতে ঢিল মেরে কাচও ভেঙে দিয়েছে। ভবিষ্যতে কীভাবে এ তরুণদের নিয়ে অগ্রসর হব?’
ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ ঘোষণা দেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। ওই সংবাদ সম্মেলনে এমাজউদ্দীনের সঙ্গে এমন ব্যবহারের নিন্দা জানান মওদুদ আহমদ।