মীর কাসেমের রায়ের অনুলিপি কাশিমপুরে
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রায়ের অনুলিপিটি কাশিমপুর কারাগারে পৌঁছে।
মীর কাসেম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।
কাশিমপুর কারাগার-২ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত পৌনে ১টার পর পুলিশের দুটি পিকআপভ্যানের প্রহরায় একটি মাইক্রোবাসে করে রায়ের অনুলিপিটি সেখানে নেওয়া হয়। এ সময় সাংবাদিকরা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে কারা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে মীর কাসেমের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসান ট্রাইব্যুনালে নিয়ে যান। এ ছাড়া রায়ের একটি করে অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং ঢাকা জেলা প্রশাসকের কাছেও পাঠানোর কথা রয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে মঙ্গলবার সকালে মীর কাসেমের ফাঁসি বহাল রেখে রায় ঘোষণা করেন। এর পরপরই বিকেল সোয়া ৫টার দিকে ২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি নিজে রায় লেখার পর অন্য বিচারপতিরা এতে একমত পোষণ করে স্বাক্ষর করেন।