এগিয়ে গেলেন আনিস-খোকন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৭টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। তিনি টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৪১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল বাস মার্কায় পেয়েছেন ৩১ হাজার ৫১৯। এখানে মোট ভোটকেন্দ্র এক হাজার ৯৩। রাজধানীর সেগুনবাগিচার নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা শাহ আলম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮৯টি কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে আওয়ামী সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ইলিশ মাছ মার্কায় পেয়েছেন ৬৪ হাজার ৮২। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস মগ মার্কায় পেয়েছেন ৩৩ হাজার ৮৩৮। গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের নির্বাচন নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।
অপরদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির হাতি মার্কায় পেয়েছেন এক লাখ এক হাজার ৭০৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভোট বর্জন করা বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম কমলালেবু প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫৮। আজ মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর থেকে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টা পরই ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সাবেক মেয়র মনজুর। এরপর দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন।
এ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র হতাশা ব্যক্ত করলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। যেসব কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিইসি।