জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবাই ঐক্যবদ্ধ থাকলে জঙ্গিবাদ বাংলাদেশে ভিত্তি স্থাপন করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ইসলাম মানবতার ধর্ম শান্তির ধর্ম। তাই ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে সামাজিক ও প্রতিরোধমূলক আন্দোলন গড়ে তুলতে হবে।’
জঙ্গিদের সমূলে উৎপাটন করা যাবে না এমন ধারণা ঠিক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন,‘আমরা শিক্ষা পরিবার সবচেয়ে বেশি বিপজ্জনক ও নাজুক পরিস্থিতিতে আছি।কারণ তারা আমাদের ছাত্র সমাজকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করছে।আর এ ক্ষেত্রে ছাত্ররাই বেশি ঝুঁকছে।
মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয় উল্লেখ করে নুরুল ইসলাসম নাহিদ বলেন, ‘অনেকেই সবসময় মন্তব্য করে যে মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। আমি বরাবরই এ কথার প্রতিবাদ করে আসছি। যার বড় প্রমাণ হচ্ছে জঙ্গিবাদী কর্মকাণ্ডের অভিযোগে যারা আটক হয়েছে তাদের বেশির ভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাচ্ছি একটি বিশ্বমানের শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে।শিক্ষার্থীদের শিক্ষার সঙ্গে সঙ্গে প্রযুক্তিতেও এগিয়ে যেতে হবে।একই সঙ্গে তাদের মানবিক মূল্যবোধও জাগ্রত করতে হবে।’
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড.আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব ড. এ এস এম মাকসুদ কামাল।