জানালেন আইনমন্ত্রী
যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ নেওয়া হবে
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে আমাদের চিন্তা-ভাবনা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবিও রয়েছে। একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা করতে হবে।’
আজ শনিবার সন্ধ্যায় মুঠোফোনে এনটিভি অনলাইনকে এ কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে পর্যাপ্তসংখ্যক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সাজা প্রদান করেছে। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর তাদের সাজা কার্যকর হচ্ছে। যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডপ্রাপ্তদের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে দাবি উঠছে। আমরা এসব দাবি পর্যালোচনা করে দেখছি। যুদ্ধাপরাধীদের বিষয়ে আদালতের রায় ও বিদ্যমান আইন আমরা খতিয়ে দেখছি।’