সোমবার আধাবেলা জামায়াতের হরতাল
মীর কাসেম আলীর ফাঁসির প্রতিবাদে তাঁর দল জামায়াতে ইসলামী আগামীকাল সোমবার সারা দেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এই আলবদর নেতার রায় কার্যকর করা হয়। তার পরই জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ হরতালের ঘোষণা দেন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতালের ডাক দেওয়া হয়।
এ ছাড়া রোববার মীর কাসেম আলীর গায়েবানা জানাজা ও দোয়ার কর্মসূচি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক গতকাল রাতে সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০টার দিকে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। ১০ মিনিট পর, অর্থাৎ ১০টা ৪০ মিনিটের দিকে কাসেম আলীর দেহ ফাঁসির মঞ্চ থেকে নামানো হয়।
এর পর সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মীর কাসেমের মরদেহ নিজ গ্রাম মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চালা গ্রামে পাঠানো হয়। রাত সোয়া ৩টার দিকে তাঁকে সেখানেই দাফন করা হয়।
মীর কাসেম জামায়াত নেতাদের মধ্যে পঞ্চম, যিনি মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুললেন।
এর আগে বিভিন্ন সময়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লার রায় কার্যকর হয়। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকর করা হয়েছে।