বিচারিক দপ্তর করতে পারে না মন্ত্রণালয় : আইনমন্ত্রী
আইন অনুযায়ী আইন মন্ত্রণালয় কোনো জুডিশিয়াল সেক্রেটারিয়েট (বিচারিক দপ্তর) করে দিতে পারে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা জজ আদালতের বর্ধিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক বলেন, বিষয়টা মন্ত্রিপরিষদে উপস্থাপনের মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে।
আইনমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদ বাংলাদেশের নতুন সমস্যা। ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের মোকাবিলা করতে হবে। সবাই যদি সতর্ক থাকি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কণ্ঠ মিলাই তাহলে বাংলাদেশে জঙ্গিবাদ থাকবে না।’
জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) বেগম শামীম আহাম্মদ, জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সহকারী জজ ইকবাল মাহমুদ।
এ সময় জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীব আদালতের স্থান স্বল্পতা ও বিচারক সংকটের চিত্র তুলে ধরে আইনমন্ত্রীর কাছে কার্যকরী উদ্যোগ নেওয়া দাবি জানান। জবাবে আইনমন্ত্রী সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া আশ্বাস দেন।
পরে আইনমন্ত্রী জেলা জজ আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা ও জেলার আইনজীবীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।