শ্রমিকদের কবিতা শোনালেন নির্মলেন্দু গুণ
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর হাজারীবাগে ট্যানারি শ্রমিকদের কবিতা আবৃত্তি করে শোনালেন কবি নির্মলেন্দু গুণ। তিনি শ্রমিক শ্রেণি ও তাদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে রচিত বিভিন্ন জনপ্রিয় কবিতা আবৃত্তি করে শোনান।
জাতীয় কবিতা পরিষদ ও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে আজ শুক্রবার হাজারীবাগের ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে মে দিবসের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবিতা পাঠের মাঝে মাঝে কবি নির্মলেন্দু গুণ বলেন, এ বিশ্ব গড়ে তুলেছে শ্রমিক সমাজ। কোটি কোটি শ্রমিক পৃথিবীতে সভ্যতা নির্মাণের কারণে উৎপাদন ব্যবস্থাকে কৃষক-শ্রমিকরা আজকের পর্যায়ে নিয়ে আসতে অনেক রক্ত দিয়েছে।
কবি নির্মলেন্দু গুণ প্রয়াত শ্রমিক নেতা নূরুল ইসলাম এবং শিকাগোতে ১৮৮৬ সালের ১ মে জীবন দেওয়া শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কবিরা চিরকালই শ্রমিকদের বন্ধু এবং তাদের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ।
বার্তা সংস্থা বাসস জানায়, কবিতা পাঠ আরো অংশ নেন কবি রুবী রহমান, রবিউল হুসাইন, কাজী রোজী, হাবীবুল্লাহ সিরাজী, হালিম আজাদ, তারিক সুজাত, আয়াত আলী পাটোয়ারী, আমিনুর রহমান সুলতান প্রমুখ।
আবৃত্তিশিল্পী হাসান আরিফের নেতৃত্বে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি সংগঠন শ্রুতিঘর। একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম, শিরিন ইসলাম, নিপু শাহাদাৎ ও ফয়জুল আলম পাপ্পু।
সংগীত পরিবেশন করেন গণসংগীতশিল্পী আরিফ রহমান, ফকির সিরাজ, সময় বড়ুয়াসহ ঋষিজ গোষ্ঠীর শিল্পীরা।
অনুষ্ঠানটি ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রয়াত সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।