রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা, আটক ৯
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে প্রচারপত্র বিতরণকালে আল-বাইয়্যিনাত নামে ইসলামপন্থী একটি সংগঠনের নয় সদস্যকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলা সদর থেকে তাঁদের আটক করা হয়। রাত ৯টার দিকে পুলিশ সুপারের সামনে হাজির করা হয় তাঁদের।
আটক ব্যক্তিরা হলেন বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কৈগারী গ্রামের হারুন-অর-রশিদ (২৩), খানদার এলাকার খন্দকার মো. মোত্তাকিন (২৮), ঠনঠনিয়া এলাকার শাহপাড়ার ওমর ফারুক রিঙ্কু (২০), একই উপজেলার সুদিপাড়ার শরিফ হোসেন ডলার (৩০), রহমান নগর এলাকার মোজহাহদ কাজী (২৬), নাটোরের গুরুদাসপুরের পার-গুরুদাসপুর গ্রামের মতিউর রহমান (২৫), শাহজাদপুর উপজেলার দেওয়ান তারটিয়া গ্রামের মাহফুজুর রহমান শামিন (৪৫), উল্লাপাড়া উপজেলার চর-সাতবাড়িয়া গ্রামের বগুড়ার আজিজুল হক কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র শাহিন (২৬) এবং উল্লাপাড়ার ঝিকড়া বন্দর এলাকার শাকিল আহম্মেদ (১৬)।
সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, প্রচারপত্র বিলির সময় আল-বাইয়্যিনাতের সদস্যদের হাতেনাতে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের তীব্র বিরোধিতার কথা জানায়। তবে প্রধানমন্ত্রীর আগমনের বিষয়ে কোনো বিরোধিতার কথা স্বীকার করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, তাদের সদর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।
লিফলেট বিলির বিষয়ে আল-বাইয়্যিনাতের সদস্য মো. মোত্তাকিন বলেন, ‘বিশ্ব-ভারতীর অনুকরণে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করে সেখানে সাংস্কৃতিক চর্চা করা হবে যা ইসলাম ধর্মের বিরোধী। আমরা এখানে বিশ্ববিদ্যালয় চাই। তবে হিন্দুধর্মাবলম্বী রবীন্দ্রনাথের নামে নয়, অন্য যেকোনো নামে হোক তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু শর্ত হলো- অবশ্যই সেখানে সাংস্কৃতিক চর্চা বন্ধ রাখতে হবে। আর এ বিষয়ে জনমত তৈরির জন্যই আমরা প্রচারপত্র বিলি করছিলাম।’
আগামী ৮ মে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।