ফাঁকা বুলি আউড়াবেন না, বিদেশিদের প্রতি তথ্যমন্ত্রী
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন রাষ্ট্রের উদ্বেগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমরা এটা বলি যে, বিদেশি বন্ধুরা যদি কিছু বলার থাকে, তথ্য-উপাত্ত, প্রমাণ দিয়ে কথা বলবেন। ফাঁকা বুলি আউড়াবেন না।’
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘জাতিসংঘসহ বিদেশি বন্ধুরা যে উদ্বেগ প্রকাশ করছেন, তাঁরা ১২ ঘণ্টা, ২৪ ঘণ্টার ভিতরে উদ্বেগ প্রকাশ করছেন। তিন হাজার কেন্দ্রের রিপোর্টই তাঁদের কাছে নাই। তো তিন হাজার কেন্দ্রের রিপোর্ট ছাড়া যে উদ্বেগ প্রকাশ করছে, সে উদ্বেগ আমরা শুনেছি। আমরা শুনব। কিন্তু ওই উদ্বেগ নিয়ে মাথা ঘামাই না আমরা।’
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের ঘরে ‘আগুন সন্ত্রাসী’ খালেদা জিয়াকে ফেরানোর জন্য চেষ্টা চলছে। তাঁকে যোগ নয়, বিয়োগের মাধ্যমেই দেশের গণতন্ত্র ফিরে আসবে। তিনি বলেন, তিন সিটি নির্বাচনে খালেদা জিয়ার মনোনীত প্রার্থীদের পরাজয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে।
সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের বাধা দেওয়া প্রশ্নে ইনু বলেন, কোনো কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তিমনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমুল ইসলাম সানা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার প্রমুখ । এই কর্মশালায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ জনপ্রতিনিধি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।