ঈদের আনন্দ গৌন হয়ে গেছে : নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশের প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই এখন মানুষের কাছে ঈদের আনন্দ গৌন হয়ে গেছে। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের পাশাপাশি জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
এ সময় সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করুন। তাতে দেশ বাঁচবে, জনগণ বাঁচবে।’
দেশে এখন কর্তৃত্ববাদী সরকারের শাসন চলছে উল্লেখ করে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নিয়ে মানুষের মন থেকে শহীদ জিয়াকে কখনো মুছে ফেলা যাবে না।’
দেশে সাম্প্রতিক জঙ্গি হামলা প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা সিরিয়া-ইরাকের মতো হব না। আমরা বাংলাদেশের মানুষ। এ দেশের মানুষের যে মনন, আমরা সেভাবে থাকতে চাই।’