কক্সবাজারের সৈকতে হেলিকপ্টার বিধ্বস্ত, একজন নিহত
কক্সবাজারের উখিয়ার সমুদ্রসৈকতে পর্যটকবাহী একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে রেজু খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সৈকতে বিধ্বস্ত কপ্টারটিকে ঘিরে রেখেছে উৎসুক জনতা। কিছু যন্ত্রাংশ এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার ধর জানান, পর্যটকবাহী হেলিকপ্টারটি মেঘনা এভিয়েশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের। হেলিকপ্টারটি ইনানী সৈকত হয়ে ঘুরে যাওয়ার পথে রেজু খাল এলাকায় হঠাৎ সমুদ্রসৈকতে পড়ে যায়।