ধসে পড়া বাড়ির মালিক যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর পূর্ব রামপুরায় টিনের দোতলা বাড়ি ধসে পড়ার ঘটনায় ওই বাড়ির মালিক যুবলীগ নেতাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছেন র্যাব-৩-এর সদস্যরা। গতকাল রোববার রাতে তাঁকে সদরের নিশ্চিন্তপুর টিপরাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
গ্রেপ্তার হওয়া বাড়ির মালিকের নাম মনিরুজ্জামান চৌধুরী (৩৮)। র্যাব সদর দপ্তর সূত্রের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে র্যাব-৩-এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। মনিরুজ্জামান ঢাকা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
গত ১৫ এপ্রিল পূর্ব রামপুরার বেগেরবাড়ী ঝিলপাড়ে টিনের দোতলা বাড়ি ধসে ১২ জনের প্রাণহানি হয়। অভিযোগ রয়েছে, মনিরুজ্জামান প্রভাব খাটিয়ে বাড়িটি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। বাড়ি ধসে পড়ার ঘটনায় ১৬ এপ্রিল মামলা করে পুলিশ।