প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে : আশরাফ
দেশে ফিরলে আগামী ২৬ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ।
এই সংবর্ধনা সফল করতে আজ মঙ্গলবার আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কানাডা ও আমেরিকা সফর অত্যন্ত সফল। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত শোভাযাত্রা হবে। প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে। রাস্তার দুই পাশেই লোকজন থাকবে।’
প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, সে জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সৈয়দ আশরাফ। জঙ্গি দমন নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘জঙ্গি যেই হোক বা যে দলেরই হোক, এ সরকার কাউকেই রেহাই দেবে না। কাউকে ছাড় দেওয়া হবে না। জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্স (শূন্য সহনশীল) নীতিতে কাজ করছে।’